পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 • নবীনচন্দ্রের গ্রন্থাবলী । “নিবিবে—নিবিবে— শৈল ”—ধীরে নারায়ণ কহিলেন স্থিরকণ্ঠে গাম্ভীৰ্য্য-পূরিত— “পূর্ণকাল –পূর্ণ ব্রত – পূর্ণ মনোরথ ।” সে মুহূৰ্ত্তে অকস্মাং যাদব শিবিরে উৎসব-নিনাদ বক্ষে উঠিল ভাসিয়া ঘোর হাহাকার ধ্বনি ; উঠিল কঁপিয়া শৈলজার বক্ষ ;–শাস্ত স্থির নারায়ণ । সে ভীষণ হাহাকার হইতেছে ক্রমে অধিক অধিকতর, ধীরে দুরায়াড় মঃ ঝটিকার মত । চুইল অধীর শৈলজার প্রাণ – শস্ত স্থির নার"ঘুণ ! *ধদুনাথ !— জগন্নাথ – বিপদভঞ্জন ! কর রক্ষণ যদুকুল ”— উৰ্দ্ধশ্বাসে আসি দরুক চরণতলে হইয়া পতিত কহিল কণভর কণ্ঠে,—“উন্মত্ত মুরায় সাত্যfক ও কৃতবৰ্ম্ম নিন্দি পরস্পরে, . সাত্যকির বক্তাধাতে হইয়াছে হত কৃতবৰ্ম্ম , জ্বলিয়ছে হয় । ঘোরতর অন্তর বিগ্ৰহানল । উন্মত্ত স্বরায় যছকুল সে অনলে মরিছে পুড়িয়া আঘাতিয়া পরস্পরে,-রক্ষ যদুকুল * অকস্মাৎ ভূমণ্ডল উঠিল কঁপিয়া ; দুলিল কণায় স্থিত ক্ষুদ্র মণিমত ভুজঙ্গের । মুহুর্তৃেক উঠিল ভাসিয়া বিহঙ্গের কলরব, ভীত, নিদ্রে খিত ; দুৰ্বস্থিত যাদবের মহা হাহাকার