পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: ఫిe নবীনচন্দ্রের এস্থাবলী । | ; s i’ মুকুমার দেহ মনোহর ললাটে চুড়ার মত বেণীবদ্ধ কেশরাশি, অমার্জিত ধূলায় ধূসর । , স্বগোল কোমল মুখে যুগল নয়ন ভাসে, আকৰ্ণবিস্তৃত ছল ছল । , ভাসিছে যুগল তারা, নীলিম প্রভাতাকাশে कृझे মৃত্যু সমুজ্জ্বল । কি তারায়, কি নয়নে, শাস্ত স্থির সে বদনে, ক্ষুদ্র সেই অধর কোণায়, । কি ত্রিদিব-কোমলতা, কি ত্রিদিব-স্নেহকণ । হৃদয়ের, ভাসিতেছে হায় ! প্ৰণমিতে পার্থ-প্রিয় উঠিলে, নিবারি যুব কহিল—কি কণ্ঠ মুকুমার – # “ষে ধৰ্ম্মে দীক্ষিত আমি, তুমি প্রতিমূৰ্ত্তি তার, দেবি ! তুমি নমস্ত আমার। # যে ধৰ্ম্মের আত্মা কৃষ্ণ, বাহুবল ধনঞ্জয়, জ্ঞানবল কৃষ্ণদ্বৈপায়ন, দেহ যার মূৰ্ত্তিমতী আপনি স্বভত্র ভূমি, পূণ্যময়ী প্রেম-প্রস্রবণ, এ পবিত্র মহাগীতা তার ক্ষুধাময়ী ভায়া, আশীৰ্ব্বাদ সহ উপহার বিশ্বারাধ্য গুরুদেব অৰ্পিলেন তব করে, সুধাকরে ক্ষুধার ভাণ্ডার । মানব-অদৃষ্টকাশে বিরাজিয়া পূণ্যবতী, औठाश्ड कवि दिौर. স্বশীতল জ্যোৎস্নায় জুড়াও, জগতারধ্যে।