পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eט 8כי নবীনচন্দ্রের গ্রন্থাবলী। হ’য়ে উদিগরিত, কুল করিল ভষ্মিত ষে পাপীর দাবানলে পঙ্গপাল মত, গাইবে তাহীর নাম মহর্ষি দুৰ্ব্বাসা ? দুর হও ছুশ্চারিণি ! হব শাস্ত, স্থির, বল সেই যোগানলে হইয়াছে পাপী ভস্মীভূত, কিংবা হত আস্ত্রে অনার্যের, ঘৃণিত পশুর মত। বল ফলিয়াছে দুৰ্ব্বাসার অভিশাপ,- বেদ-ব্ৰাহ্মণের মহাশক্র মহাপাপী মরেছে পুড়িয়া বেদ-যজ্ঞমলে মম, গিয়াছে মরকে ; তাহার সে ধৰ্ম্মরাজ্য গেছে রসাতলে ! শিলাখণ্ড পড়ি বুকে সে ঘোর নিশীথে করেছে অচল দেহ । বড় দুঃখ মনে নাহি পারিলাম হায় ! করিতে প্রদান পূর্ণর্যজ্ঞে শেষাহুতি, করি পদাঘাত পতিত শক্রর শিরে শত শত বার। ওষ্ট আসে । ওই অসে ”—বিকৃত চীৎকার আবার করিল ঋষি । —“জগন্তু ভীষণ নারকীর সুদৰ্শন-চক্র নরকের ! কোথা যাব । কোথা যব ! একে, এক্ষে, একে নৃপতি বৈদিকদেব-পূজকের কাছে গেলাম, আশ্রয় কেহ দিল না আমায় ধৰ্ম্মভ্রষ্ট ছুরাচীর । সকলের করে অর্থ্য সে পাপীর স্তরে | সকঙ্গের মুখে পাপনাম পাপনামে পূর্ণ ধরাতল । । গুই অঙ্গে ! ওই জাসে "-ফুৰ্বাস অবার