পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8ፄ8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী। আজি সেই পত্নীভাব মনে নাছি পড়ে আর : আজি তুই প্রেমময়ী মা আমার মা আমার । কত প্রেম মুখে তোর, কত প্রেম অঙ্কে, বুকে । সে অঙ্কে শিশুর মত বাস্থকি ঘুমাবে স্বশ্বে • বাসুকি আবার অঙ্কে রাথি শিশুমত শির কঁদিতেছে ভিজিতেছে অঙ্ক ঝরি অশ্রণীর। “তুই মম কারু আজি ; তুই মম শৈল আর ; তুই মম মাতা, পিতা, তুই মা ! কৃষ্ণ আমার ” উচ্চারিতে কৃষ্ণরাম হ’ল পুন: ভাবাবেশ, বাস্থকি কহিল উঠি,-“মরি । কি মধুর বেশ ” চাহি মুভদ্রার পানে—“কি মোহন চূড়া শিরে কঁপিতেছে শিথিপুচ্ছ মলয়ে কি ধীরে ধীরে কেশে ফুলমাল, পৃষ্ঠে কি মোহন পীতখড়া ! কি ত্রিভঙ্গ নীলকাস্তি, অতরল স্থধা ভরা । কি মোহন পীতাম্বর । গলে কিবা বনমালা ! চন্দন-চচ্চিত বুক কি প্রেমের নাট্যশালা ! শ্ৰীঅঙ্গের কি সৌরভ যেন পারিজাত রাশি করপঞ্জে বিশ্বাধরে শোভে কি মোহন ৰাণী । বাজিতেছে কি মধুরে ; ডাকিতেছে—‘আয় । আয় এই ঘাই, এই যাই।--ভারাবেশে পুনঃ রায় পড়িলা ভদ্রীয় অঙ্কে প্রেমানদে মূৰুছিত। হইলেন চারি জন ভাৰে জ্ঞান- t গাইলেন তিন জন,-প্রেয়ে পুলকিত প্রাণ,— আত্মহারা চাহি পূত,নীলাময় কৃষ্ণনাম। বাস্থকি মেলিলে নেত্র গুনিতে গুনিতে নাম, বছিলেন ধনঞ্জয়—"লাগেজ আকুল প্ৰাণ,