পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ r & , কি প্রতি, কি পবিত্রত, কি গাম্ভীৰ্য্য, সরলতা, কি আনন্দ জননীর মনে । জগতের দুঃখে সদা কাদিত মায়ের প্রাণ, भांप्रांद्र भूदठि प्रशंभांझा, কহিতেন—“নারায়ণ লভি এক জন্ম আর ছুঃখী জীবে দেহ পদছায়৷ ” এইরূপে কালপূর্ণ। পৌষ-পূর্ণিমায় আসি হ’লো পুষ্যানক্ষত্র মিলিত ; পুলকে পূরিল প্রাণ, আনন্দে লুম্বিনী বনে" চলিলেন সঙ্গিনী সহিত । আসিছেন ঋতুপতি মধুরে মন্থরে পুনঃ মৃছ মৃদ্ধ ঢালি মধুরিমা ! প্রকৃতি মেলিছে আঁখি, ভাসিছে নিৰ্ম্মলাকাশে বসন্তের প্রথম নীলিমা । প্রথম মলয়ানিলে । ফুটেছে প্রথম ফুল, ফুটেছে প্রথম কিসলয় । প্রথম পাখীর গান, পুষ্পের-প্রথম স্ত্রণ, কানন করিছে স্থধাময় । প্রথম বসন্তোন্মেষে দেবীর হৃদয়ে যেন কিবা স্বৰ্গ খুলিল প্রথম, অস্তরে বাহিরে দেবী দেখিলেন প্রেমালোক, নারায়ণ প্রেম-প্রস্রবণ। সে প্রেমে ভাসিল বুক, সে প্রেমে হাসিল মুখ, সেই প্রেমে ভিঞ্জিল নয়ন , - স্বগীয় সঙ্গীতে ভাসি স্বৰ্গীয় সৌরভ রাশি, - দশদিক ছুটিল তখন। ।