পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । 為○○● নৃপতি-নয়নে অশ্রু উঠিল ভাসিয়া ; ছায়ার উপরে ছায়া ভাসিল অস্তরে,— গম্ভীর-গম্ভীরতর । রাখিলা প্রহরী, এই চারি দৃপ্ত পুত্ৰ নাহি দেখে যেন । হায় । মুগ্ধ নরপতি । ডাকেন র্যাহারে অস্তধর্মী ভগবান, কে রাখিতে পারে রুদ্ধ করি গৃহ-দ্বার সেই পুণাত্মারে ? *ং জলধিরে যদি চন্দ্র আকর্ষণ, পঞ্চ কি সুধিতে আহা ! বালির বন্ধন ! (*) কৈশোর । বিমাতা দেবীর স্নেহে বাড়িতে লাগিল শিশু, বৈশাখের শুক্লপক্ষে যেন শশধর ; কোন দেবমূৰ্ত্তি যেন দক্ষ দেব শিল্পকর করিতে লাগিল ক্রমে পূর্ণ কলেবর। মহোৎসবে বিদ্যারস্ত করিলেন শুভক্ষণে গুরু বিশ্বামিত্র সর্বশাস্ত্রে মুনিপুণ । কি আর শিখিবে শিশু, শিক্ষণ দিতে জন্ম যার ? শিখে কি সৌরভ-লাভ মন্দার-কুমুম ? সৰ্ব্বশাস্ত্রে স্বনিপুণ হুইল কুমার আশু , ছিল যেন,সৰ্ব্বশাস্ত্র প্রচ্ছন্ন অস্তরে,