পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

設。も নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ( २२ ) - যৌবনে যোগিনী। ধীরে মহানিশি হতেছে প্রভাত কপিল নগরে ধীরে, প্রস্বপন ছায় যাইছে সরিয়া,– ভার্সি গোপা অশ্রনীরে কি করুণ কণ্ঠে উঠিল কাদিয়া “কোথা যাও প্রাণনাথ * সহচরিগণ উঠিল জাগিয়া,— একি কণ্ঠ অকস্মাৎ । আবার আবার কাজিতেছে গোপ “কোথা যাও প্রাণনাথ ”ি সর্থীদের প্রাণ উঠিল কঁাপিয়া,— কক্ষে যেন বজ্ৰাঘাত । ছুটিল গোপার শয়নের কক্ষেশাক্য-বধু নিদ্রাগত, হৃদয়েতে শিশু, শোভিতেছে যেন .পুষ্পিতা মুবৰ্ণলতা। নয়নের জলে ভাসে মুখ বুক, বুকের শিগুটি আর, বর্ধিার জলে ভাসিছে যুথিকা সকোরক সুকুমার। ঘত ডাকে সর্থী, তত কঁাদে গোপ-- “কোথা যাও প্রাণনাথ ।”