পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-৬৪৪ পাইয়াছে যেই ধন সৰ্ব্বক্ষঃখনিবারণ,— চাহ সেই রাজ্যে স্থান, সেই ধন আর । লইয়াছি ভিক্ষপাত্র, ভিক্ষণপাত্ৰ লও তুমি, সিদ্ধাৰ্থ! তোমার বৃদ্ধ বৃদ্ধ পিতা মাতা মাগে এই ভিক্ষাপাত্র, কাটিয়া মায়ার পাশ দেও ভিক্ষাপাত্র -পুত্ৰ ! হও পরিত্রাতা !” “দিলাম।”— গম্ভীরে ধীরে কহিলেন বুদ্ধদেব“কিন্তু পিতঃ ! সহিবে না সন্ন্যাস-দাহন ওই জরাজীর্ণ-হে, পালিবে আশে ময়,রাজসিংহাসনে হবে তোমরা শ্রামণ " দাড়াইয়া শিষ্যগণ, শাক্যরাজ-পরিবার, চারিদিকে পুরবাসী অনুচরগণ । কিন্তু গোপা?—কোথা গোপা ! ভূতলে পাতিয়া বুক নিজ কক্ষে পূণ্যবর্তী ধ্যানে নিমগন । - সখী কহে—“উঠ সখি ! কত বৎসরের পরে কুমার আসিলা ঘরে, করি দরশন , ' অপরূপ দেবরূপ,—কি মহিমা-বিমণ্ডিত !— চল সখি ! একবার জুড়াও জীবন " ”না সখি !”—কহিলা গোপী অধরে আনন্দ-স্থালি,— **ফল যদিও দীর্ঘ তপস্ত আমার, আমার হৃদয়নাথ ! আসিবেন এই থানে, এই খানে পদাৰুদ্ধ পূজিব তাহার ” সিদ্ধার্থ সশিষ্য দুই, আসিলেন ধীরে ধীরে, দেব অংশুমালী যথা কক্ষেতে উষার । সভক্তি উঠিয়া গোপ দেখিল সে দেবরূপ ; হইল প্রণত পদে পড়ি দীর্ঘকার ।