পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ | >●总》 পারি আমি,-আমি তাহা ভৰিনি কখন। আমার অশীতি বর্ষ বয়সের ভারে , # ভাঙ্গিয়া পড়িছে দেহ । বৎস্ ! রাখ যদি সাবধানে ভগ্ন যন থাকে কিছু কাল ; থাকিবে এ দেহ যদি রাখি সাবধানে । কিন্তু আমি সমাধিস্থ থাকি যতক্ষণ থাকি মুস্থ, অসমাধি বড় ক্লেশকর । আপনি আপন পথ, বংস । অতএব আপনি দেখিয়া লও, করিও না অর নির্ভ : এ ভগ্ন তৃণে সত্যের আলোকে ভোমরা জীবন-পথে হও অগ্রসর । সত্যকে আশ্রয় কর । আশ্রয় দ্বিতীয় করি ও না এ সঙ্ঘে মরিবে শরীর ; মরিবে না শিক্ষা মম , সেই শিক্ষাপ্রয় কবু যদি এ সজেঘ , হইবে অমর এই সঙ্ঘ ; হবে সঙ্ঘ নিৰ্ব্বণ-নিঝৰ্ব* “চলিলেন সত সত্য প্ৰভু কি ছাড়িয়া ভিক্ষুগণে —এই দসে”—উঠিল কঁদিয়া আনন্দ আকুল শোকে কণ্ঠে সকরুণ কহিলেন বুদ্ধদেব –“কহিয়াছি অ'মি জন্মিলেই মৃত্যু বৎস ফুটে যদি ফুল শু চাইবে, জলবিস্ব উঠিলে মিশিৰে । কাহারে মৃত্যুর করে নাহি পরিত্রণ এই বিশ্বে, বৃথা শোক কর পরিস্কার । শেকীর নিৰ্ব্বণে বৎস! নাহি অধিকার ।" নিভৃতে কাশুপে ডকি কহিল—“কাশুপ !