পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । . ጏoማልእ ఫిసె “কেন এই মুখ-তৃষ্ণ ? জীবের হৃদয়ে এই মুখ-কৃষ্ণ কিসে হয় সঞ্চারিত ? মুখ-দুঃখ-অনুভব তৃষ্ণার কারণ। স্বথে তৃপ্ত হয় মন, দুঃখেতে ব্যথিত । N) a “জগতের সহ মন-ইন্দ্রিয়-সংযোগ । এই অনুভব-হেতু । না জানে উন্মাদ মুখ দুঃখ ; নাহি শুনে বধির সঙ্গীত স্বমধুর ; জিহবা-হীন নাহি জানে স্বাদ । ○為

  • কেন জগঙের সহ হয় এ সংযোগ মন ইন্দ্রিয়ের নিত্য ?— আছে, ভিক্ষুগণ ।

জগতের রূপ, রস, গন্ধ মনোহর ঃ মন ও ইঞ্জিয় তাহে করে আকর্ষণ । vరి: কেন চাহি ওই নারী—বড় রূপবতী, কfবুঙেছে রূপে মন ইন্দ্রিয় মোহিত । কেন চাই ওই ফল –রসে মৃধাম । cকন চাহি ওই ফুল ?--সুগন্ধ-পূরিত ! T vES)

  • সত্যই কি রূপ তবে আছে রমণীর ?

ফলে রস, ফুলে গন্ধ ?—নাহি জানি আমি । উন্মাদের নাহি রূপ-রস-গন্ধ-জ্ঞান, আমার হ’তেছে জ্ঞান, এই মাত্র জানি ।