পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭১৯ নবীনচন্দ্রের গ্রন্থাবলা । আকাশের চিহ্ন সব করিয়া দর্শন • স্বদিন কুদিন পার করিতে বিচার, পড়িতে কালের চিকু পার নাকি আর ? পাপীরাই করে স্বধু চিহ্ন অন্বেষণ, তাহারা দেখিতে চিহ্ন পারে না কখন ।” জিজ্ঞাসিলা শিধ্যে—“কহ কে আমি ? পিটার - উত্তরল—“তুমি খৃষ্ট, ঈশ্বর-কুমার।” “নহে তব কথা ইহা, স্বৰ্গীয় পিতার । , করিওনা ইহা জনসমাজে প্রচার।”— উত্তর করিলা ষিণ্ড । সে দিন হইতে কহিতে লাগিলা শিষ্যে, হইবে সহিতে ধৰ্ম্মযাজকের করে ঘোর অত্যাচার, ঘটিবে তাদের করে নিধন তাহার । কহিলেন শিৰাগrে *পশ্চাতে আমার যে বাবে, আমুক করি আত্ম-পরিহার। যে রক্ষিবে প্রাণ, তাই হারাইবে, স্থায় ; ঘে হারাৰে মম স্তরে, পাইবে তাহা । f লভিয়া সকল বিশ্ব, হারালে আত্মীয় t কহিলেন যিগু--"ওরে ভও(རྨ་ ! পাপের অতল গঞ্জে, কি লাভ তাহাৰু ? পিতার গৌরবে পুত্র হয়ে উপনীত, স্বর্গদূতগণ সহ হইয় বেষ্টিত, এইরূপে স্বৰ্গরাজ্যে করি অধিষ্ঠান, কৰ্ম্ম-অনুসারে ফল করিবেন দান ।” একদা করিয়া যিশু গিরি আরোহণ, মহান মৃরতি এক করিলা ধারণ ।