পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እፄ8• নবীনচন্দ্রের তুম্বাল। কিন্তু এ কি ভ্রম। এ কি তাহার ভক্তিপ্রণোদিত বয়নামাত্র } না, তিনি যেন সত্য সত্যই সেই ফেনপুঞ্জের মধ্যে শিশু সঙ্গে ক্রীড়াশীল এটি রমণীমূৰ্ত্তি দেখিতে পাইলেন। মূৰ্ত্তি তরঙ্গপুণ্ঠে নাচি নাচয় তাহার দিকে অগ্রসর হইতেছে, এবং ক্রমে ক্রমে স্পষ্ট-স্পষ্টতত্ত্বা হইতেছে। ক্রমে তাহার মনে আর কোনও সন্দেহ রছিল না। তিনি বিস্মত ও আত্মহারা ইহঁধা দেখিতে লাগিলেন। তংগ্ধফেনায় প্রচ্ছন্ন একখানি ক্ষুদ্র মীবী, স্বাহ এতক্ষণ দেখা যাইতেছিল না, ক্রমে ক্রমে দৃষ্টগোচর হইতে লাগিল ? তিনি দেখিগেন, ক্ষুদ্র তরীর ক্ষুদ্র কর্ণখনি রিয়া যেন গৌরী স্বয়ং তরঙ্গে তরঙ্গে তরী সহ নাচিতেছেন, এবং নেকাং ছাদের উপর যে একটি ক্ষুদ্র শিশু নিৰ্ভয়ে বসিয়া আছে, তাহাকে থাকিয়া থাকিয় এক হন্তে আলিঙ্গন করিতেছেন ও তাহার ক্ষু": মুখখানি চুম্বন করিতেছেন। তরীর অন্ত প্রান্তে বসিয়া একটি পুরুষ ও নারী দাড় টানিঙেছে । নৌক আরও নিকটে অসিলে তিনি দেখিলেন,— কিশোরী বালিকা সোণার পুতুল, দুই হাতে হ’ল চাপি বক্ষে ধরি, হেঠিছে দুলিছে উঠিছে পড়িছে তরঙ্গে তরঙ্গে কি লীলা করি । নাচিছে তরুণী, নাচিছে তরুণী, এই উঠিছেছে, পড়িতেছে এই, মোচার খোলীর মত ক্ষুদ্র তরী এই দেখি আছে, এই মেধি নেই। এই ত্রী-আগা উঠিল আকাশে, হেলিয়া সম্মুখে হ'লে ভর করি’