পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}\నe নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ড়িয়ছে। অকস্মাৎ উহাকে দেখিলে তাহার হৃদয়ে যে আনদোচ্ছাস উঠিবে, দুৰ্বল হৃদয় তাহা সহিতে পরিবে ত ? তিনি এইরূপ ভাবিতেছেন, এমন সময়ে শিশু আবার ক্ষীণকণ্ঠে কহিল,— - '. , or “দিদি ৷ সত্যসত্যই আমি কালীমার মুখ দেখিয়া বড় ভয় পাইতাম। কিন্তু মা বলিলেন, তিনিও মা । ই দিদি । তিনি কি সত্যই মা ?” - বা । ই অমিয় ! তিনি মা । শি । তিনি মা হইয়া কেমন করিয়া এমন ঝড় করিলেন, এত মানুষ মারিলেন । । বা । তোমার মা কি তোমার উপর কখন রাগ করেন নাই, তোমাকে কখনও মারেন নাই ? তিনি যেমন ঝড় তুলিয়াছিলেন, এখন আবীর কেমন মুনার শাস্তভাব ধারণ করিয়াছেন । তিনি ধেমন এত মানুষ মারিয়াছেন, তেমন তোমায় রক্ষা করিয়াছেন । শি। আমাকে ত বৃক্ষ করিয়াছ ভূমি। তুমি কি তৰে সেই মা ? তুই যে দিদি দুর্গ-মার মত ! তুষ্ট তেমনই সুন্দর, তোর মুখে তেমনি আদর । তুই আমাকে কত আদর পরিস্ । বালিকা আবার প্রেমভরে তাহার भूथ् छूषन कद्रिश्नः शिग, “না ভাই ! তিনি তোমাকে বৃক্ষ না করিলে, আমি পরিতাম না। দেখ নাই, কত ভগ্নীর বুকে কত ভাই মরিয়া রহিয়াছে ? শি। না, দিদি, তুই আমার তেমন দিদি নহিস্ । । বালিক গলদশ্র-নয়নে শিশুকে বুকে আঁটিয়া ধরিল, এবং শিশু পুপনিশ্বিত ই ক্ষুদ্র ভূজে তাহার গলা জড়াইয়া ধরিয়া পুষ্পনিস্ত ক্ষুদ্র মুখখানি তার স্বৰ্গসম বুকে লুকাইল । বালিকা গদ গদ কণ্ঠে বলিল, “তুই ভাই ! দেব-শিশু ! ই দেবী তোরে প্রক্ষা করিয়াছেন " -