পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

き*益* নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । অ। কেন? ভা । অমিয়কে বাচাইতে । i - অনাথনাথ উচ্চ কণ্ঠে কঁাদিয়া বলিলেন,—“হায় ! মা ! অমিয় কি আর বঁচিবে ?” r* ভা । বঁচিবে । t অ। নাম! মানুষ মরিলে কি আবার বাচিয়া উঠে ? : ভা ৷ উঠে। লক্ষ্মীন্দর আবার বাচিয়ছিল । সত্যবান আবার বাচিয়াছিল। অমিয় আবার বাচিবে না কেন ? পত্নী যদি পতিকে বাচাইতে পারে, ভগ্নী ভাইকে বাচাইতে পরিবে না কেন ? - t অ ! হায় মা ! সে সব উপাখ্যান। রমণীদিগকে সতীধৰ্ম্ম শিক্ষা দিবার জন্ত কবিগণ এ সকল উপাখ্যানের রচনা করিয়াছেন। ভা। না বাবা ; সে সকল গল্প নহে। সকলই সত্য কথা । বেহুল ভেলায় ভাসিয়া দেবপুরে গিয়া স্বামীকে বাচাইয়াছিল, আমি এ সমুদ্র সীতারিয়া ঐ দেবলোক আদিনাথে গিয়া অমিয়কে বঁাচাইব । - বালিকা বিদ্যুৎবেগে অনাথনাথের চরণে প্রণাম করিয়া, তাহার চরণগুলি ললাটে মাখিয়া, অনাথনাথ চক্ষুর নিমেষ ফেলিবার পূৰ্ব্বে, সমুদ্রে ঝাপ দিল । তিনি তাহাকে বারণ করিবার অবসর পাইলেন না। তিনি দেখিলেন, বেদেরমণীর যেরূপ কাপড়ের দোলা করিষা শিগুদিগক্ষে পৃষ্ঠে বাধিয়া পথ চলে, ভানুমতী সেইরূপে মৃতশিশুকে তাহার পৃষ্ঠে বধিয়া, একখানি কাঠমাত্র ভর করিয়া, দু হাতে বিশাল তরঙ্গ কাটিয়া, অবলীলাক্রমে বেগে সস্তরণ করিয়া যাইতেছে * এ শক্তি ত মানবীর নহে! ।

  • “Mohabat Ali of Tafalier Char in Kutubdia (I can not refrain iron putting his name in record) was wash