পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্ভগবদগীতাওদেবীমাহাত্মাচণ্ড সম্বন্ধে পৰ্ব্বভাষ। ممسسسعمسيس الإمبسسسسسسسسسه গীতা ও দেবী-মহাত্মা চণ্ডীর মূল এখন চতুদিকে প্রচারিত · হ ই: ছে । আমরাও বহু পূর্বে এই দুই খানি পুস্তকের মূল ংস্কৃত অংশ অনুবাদসহ উপহার দিয়ছিলাম। সুতরাং এখন &ার মূলের পুনঃ প্রচার আবগুক বোধ করি না । বিশেষতঃ কবিবর নবীনচন্দ্র সেনের অনুবাদ কতদূর মূলানুষায়ী তৎপ্রদর্শনের কিছুমাত্র প্রয়োজন মহন্থত হয় না। এ অবস্থায় আমরা মুল ংস্কৃত শ্লোকগুলি সঙ্গে সঙ্গে না দিয়! শুদ্ধ নবীনচন্ত্রের রচনা অর্থাৎ তীস্থার অনুদিত কবিতাগুলি এই গ্রন্থে সন্নিবিষ্ট করিলাম । যদি কাহারও কৌতূহল জন্মে নির্দিষ্ট অন্ধ-সংখ্যানুসারে অনায়াসে । মৃগের সহিত মিলাইয়া দেখিতে পরিবেন। প্রকাশকস্ত ।