পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• الم পূৰ্বে বলা হইয়াছে শৈশবকালে গ্রন্থকার চট্টগ্রাম স্থলে স্থিভ্যাস করেন। আশৈশব কবিতা দেস্ট্রর প্রতি তাহার আন্তরিকু: শ্রদ্ধটছিল, এবং সেই সময়ের স্কুলের পণ্ডিত শ্রদ্ধাস্পদ ত্রযুক্ত জগদীশ তর্কালঙ্কারু মহাশয়ের যত্নে তাহার সেই শ্রদ্ধা সমধিক পরিবদ্ধিত হয়। তখন গ্ৰন্থকার কবিতা লিখিতেন, বন্ধুদিগকে পাঠ করিয়া শুনাইতেন, উছিাঁরা শুনিল্প সন্তুষ্ট হইলে যথেচ্ছা ফেলিয়া রাথিতেন। কলিকতা প্রেসিডেন্সি কলেজে পাঠাবস্থায়, এক দিন “বিধবা - o ¥ কামিনী” কবিতাটা রচনা করেন। অকুস্যাং-তাহার চষ্ট জন প্রিয়স্থঙ্কং, ফুস্কৃত কলেজের ছাত্র, তাই দেখতে পাঠয়া কপিতা, ক্টর যথেষ্ট প্রশংসা করেন, এমন পি তাহদের ক্লে তাঙ্গ এডুকেশন গেজেটে প্রকাশিত হয়। এন্ধাস্পদ যুক্ত পার্টিরণ সরকার মহাশয় তখন উক্ত পত্রের সম্পাদক ছিলেন, তিনি গ্রন্থদারের রচনার প্রতি অত্যন্ত অনুরাগ প্রকাশ করিতে লাগিলেন কয়েক মাস প্রায় প্রতুি কাগজেই তাহার রচনা প্রকাশিত হইত্ত্বে লাগিল। তাহার কয়েকটা এই পুস্তকে নিষ্টি হইয়াছে সময়ক্রমে, “পিতৃহীনযুবক” তাহার হন্তে অৰ্পিত হইল এবং উহা ক্ৰমান্বয়ে দুই কাগজে প্রকাশ করিতে গ্রন্থকার তঁহাকে অনুরোধ क्युबन४ এইরূপ খণ্ডগ্রন্থ একেবারে পাঠ না করিলে পাঠকের হৃদয়ে অভিলষিত ভাবোদয় হয় না বলিয়াই গ্রন্থকার এইরূপ অনুরোধ করেন। কিন্তু তিনি কেবল অষ্ট শ্লোক মাত্র প্রথমবার প্রকাশিত করেনঃ প্রেসিডেন্সি কলেজের বিখ্যাত” সংস্কৃত প্রফেসার পূজ্যাম্পদ ঐযুক্ত বাবু, কৃষ্ণকমল ভট্টাচাৰ্য্য এই কয়েক শ্লোক পাঠ করিয়} প্রন্থকারের কোন এক নম্বর নিকট তাহদের ভূয়ঁসী প্রশংসা করে"; এবং এক্টরূপ মত প্রকাশ করেন ধে প্রস্তাবট খণ্ড খণ্ড করিয়া