পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

منا و ه لا নবীনচন্দ্রের এস্থাবলী । জানি এই মাত্র,—তুমি নর-নারায়ণ, জানি ধৰ্ম্ম,—তব পদে আত্ম-সমৰ্পণ ” ভাসি আশ্র-প্রীতি-নীরে, নারায়ণ ফাঙ্কনীরে কহিলেন প্রতিভরে শাস্ত অবিচল, “এত দিনে মনে লয়, বুঝিলাম নিঃসংশয় মহর্ষি গর্গের সেই ভবিষ্যদ্বাণী ; দুটি নদী অৰ্দ্ধ পথে, মিলি মা গো এই মতে, অষ্টের পারাবারে চলিল বহিয়া, তব শুই মূৰ্ত্তি-ধ্যানে হৃদয় ভরিয়া !” किकूकम छड़े छम ' করিলেন দংশন, জননীর সেই মূৰ্ত্তি, সজল-নয়ন, কহিলেন গদ গদ স্বরে জনাৰ্দ্দন –

  • সব্যসাচি । সন্ধ্যাকালে উদ্যানের অন্তরালে ৰসি স্বভদ্রার সহ, করিলে জ্ঞাপন

যেই হৃদয়ের ভাষা, ধেই হৃদয়ের আশা, যোগবলে গুনিয়াছি আমি শক্তিমান ! আশীৰ্ব্বাদ করি হও পূর্ণ মনস্কাম । প্রভাতে অরুণোদয় হবে যবে, ধনঞ্জয়, দারুক যোগারে রথ, যাবে মৃগয়ায়—”