পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১•২৪ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । , গাইছে মঙ্গলগীত; পুরদেবীগণ চলিয়াছে দ্বারবর্তী, –কুঙ্কম-উদ্যান মন্থর তরঙ্গে যেন চলেছে ভাসিয়া । তুরঙ্গের তীব্র কণ্ঠ, মাতঙ্গগর্জন, ৰাদ্যের নিনাদ, উচ্চ বৈতালিক-গীত, নমণীর হলুধ্বনি রহিয়া রহিয়া, মিলাঙ্গয়া একতনে মঙ্গলসঙ্গীত শত কণ্ঠে রৈবতক গাইছে গম্ভীরে । ভাঙ্গিল পার্থের নিদ্রা । নবীন উৎসাহে উঠিল! ফাল্গুনী যবে, দেপিলা বিস্ময়ে সসজ্জিত রণসজ্জা সম্মুখে শয্যার । কপাটের অন্তরালে দাড়াইয়। শৈল অনিমেষ নম্বনে রয়েছে চাহিয়া অৰ্জ্জুনের মুখপানে,—বড়ই কেমল मृष्ट, लाख श्वौँउछ । त्रेक्९ इनिषा কহিলা প্রসন্নমুখে পার্থ স্নেহশ্বরে, “কেমনে জানিলে, শৈল প্রয়োজন মম রণসজ্জা ?” নিরুত্তৰ রহিল বাঙ্গক অন্ত মনে, সেই দৃষ্টি দ্বিগুণ কোমল ' ' বিঘ্নিত হইল পাৰ জানিত বালক থাকে নিরস্তর চাহি মুখপানে তার । , বালকের কুতূহল, প্রভূভক্তি কিবা,— ভাবিতেন মনে, পার্থ। কিন্তু আজি যেন পার্থের সেরূপ নাহি হইল বিশ্বাস । সেই শবেশ পুর উৎসাহে ৰখন পরিতে লাগিল, ধীরে হয়ে অগ্রসর