পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X è নবীনচক্সের গ্রন্থাবলী । § - নব জীবনের জলে, চুম্বি অনিবার আশর মুকুল শত সোণার কিরণে,— দেখয়ে লৈ গত মুখ চিত্র মনোহয়, হাসায় এ চিন্তাক্লাঙ্গ বিষয় অন্তর। r. * > অমনি দেখিামাত্র ছয়বাজী প্রায়, পলকে লুকায় সব চপলার গতি ; চিত্র করে পপীয়সী প্রেমার্ক্স রেখায়, জনকের চিস্তাদগ্ধ পবিত্র মূতি । দিবানিশি অশ্রুজলে ভাসিতেছে বুক, ঋণ দায় যাতনয় অবনত মুখ । 》 জনকের দীনভােব ক্ষরিয়া দর্শন, উচ্ছ্বসিত হয় মম শোক পারাবার ; বিদরে হৃদয় দুঃখে ; সস্তরে নয়ন শোক অশ্রুজলে ; আহা ! সহেনকে আর, সুদীর্ঘ নিশ্বাস সহ ভঙ্গে এ স্বপন, ঝরে নয়নের জল, মানে না বারণ। `` ইচ্ছা হয় তখনই মুদিয়া নয়ন, , নিরর্থি আবার সেই স্বপনের ছলে, প্রেমের প্রতিম মম, মেহের সদন, দেখি, যাহা দেখিব নী জীবিতমণ্ডলে।