পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । b*ఫ్రి

  • মধুর কোকিল কণ্ঠে—অমৃত লহরী— o

কে আর এখন, দেশদেশান্তরে থাকি, কে ‘শ্রাম জন্মদে ডাকি নূতন নূতন তানে মোহিবে শ্রবণ ? by তোমার মানস-খনি করিয়া বিদার, * কাল জ্বরাচার, হরিল যে রত্ন, হায় ! কত দিনে পুনরায়, "ফলিবে এমন রত্ন ? ফলিবে কি আর ? ఫి শূন্ত হুল’ আজি বঙ্গ-কবি-সিংহাসন, মুদিল নয়ন বঙ্গের অনন্ত কবি, কল্পনা-সরোজ-রবি, বঙ্গের কবিতা-মধু হরিল শমন । So বঙ্গের কবিতে । আজি অনাথা হইলে মধুর বিহনে ; আজন্ম শৃঙ্খল ভরে, দীনাক্ষীণা কলেবরে, বেড়াইতে বঙ্গালয়ে বিরস বদনে । S > প্রতিভার বলে সেই চরণ-শৃঙ্খল কাটিয়া যে জনে, মধুর অমিত্রাক্ষরে, তুলিয়া স্বরগোপরে, দেখাইল তিলোত্তম মুকুতা যৌবনে ।