পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R ○。 s অবকাশরঞ্জিনী । বেষ্টিয়া কণ্টকজালে কানন-প্রস্থন, কেন দেখিলাম এই কণ্টকে কুসুম ?

  • 3

কেন দেশিলাম,— অনস্ত জলধিতলে, অনন্ত তরঙ্গদলে, আস্ফালিয়া ফণা, যা’রে করেছে রক্ষণ, কেন দেখিলাম হেন সমুদ্রে রতন ? 翁 কেন দেখিলাম,— ঘনঘটু ঘোর রণে, ভীম ঘন গরজনে, নাচে যথা রণরঙ্গে শূন্ত-বিহারিণী, কেন দেখিলাম সেই চলসৌদামিনী ? Gł কেন দেখিলাম,— · জিনি সর-সোহাগিনী, জিনি বন- সুশোভিনী, জিনি’ রত্নাকর-রত্ন, বিদ্যুত-বরণ, কেন দেখিলাম, প্রিয়ে ; তব চন্দ্র নন ? ఫీ কেন দেখিলাম,— নহে গবাক্ষের দ্বারে,–নহে সরোবর’ পারে, নহে কুঞ্জবনে,--নহে কুসুম-কাননে, নহে কালিন্দীর তীরে কুটিল নয়নে,— ". নহে জুলিয়েট, নহে বিস্ত রূপবতী, নহে শকুন্তলা সতী, ।