পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8や নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কেন জলধির তলে ? নাহি মরিলাম সেই বিষম সংগ্রামে, নাথের সম্মুখে ? কেন আসিলাম আমি -- কেন মজিলীম ! “অনাহীরে, অনিদ্রায়, মুমুধুর মত অবতীর্ণ হইলাম মিশরের তীরে বহুদিনে ! এই রণে গিয়াছিমু, সখি ! এণ্টনির সোহাগিনী, পৃথিবীর রাণী ; আসিলাম ভিখারিণী ভুবায়ে এণ্টনি । চলিলাম গৃহমুখে, বিসর্জন করি মাথার মুকুট, ভাবী রোম-সিংহাসন, এণ্টনির প্রেম,—হায় । মৈশরী-জীবন — ভূমধ্য-সাগরে ; এই জীবনের মত . বিসৰ্জ্জিয়া যত আশা-আকাশ-কুসুম, । চলিলাম গৃহে ,—কোন মতে, কোন পথে, নাহি ছিল জ্ঞান । নিল উড়াইয়া যেন মানসিক ঝটিকায় । প্রবেশি প্রাসাদে দেখিলাম অন্ধকার । নাহি সে মিশর রাজা, নাহি রাজধানী, দেখি কেবল,— অন্ধকার,—মরুভূমি,—সমস্ত ভূতল হইতেছে তরঙ্গিত-ভীম ভূকম্পনে । সেই অন্ধকার, সেই মরুভূমি-মাঝে দেধিমু কেবল—মম সমধি-ভবন ! চলিলাম সেই দিগে, উন্মাদিনী আমি ! বলিলম-তোমারে কি ? না হয় স্মরণ, চারমিয়ন ! বলিল ম—“আসিলে এণ্টনি, অনুতাপে ক্লিওপেট্র তাজিল জীবন, 酸