পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ግዷ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অস্ত সরোবরে, কিংবা অনস্ত সাগর, কদাচিত দেখিতাম বিস্থিত অস্তরে কি যেন ভাসিছে । গোলপ দেখিয়া সিহরিত অঙ্গ কভু কি যেন ভলিয়া ” (t “চন্দ্রশেখরের চন্দ্র-পরশ শেখরে বসিয়ছি ; দিবাকর সমুদ্র শয্যায় । মুগ্ধচিত্ত বনদেবী সঙ্গীত-শোভায় ! আচস শেখরে বসি আচল নয়নে দেখিতেছিলাম দূরে পর্বত-গহ্বরে বেষ্টিত লতিকাজলে একটী কুসুম । দেখিতে, দেখিতে, পুষ্প হলো রূপান্তর, সেই মুখ,—চোথ—বর্ণচন্দ্রকর—গ্লানি, সৰ্ব্বশেষে দেখিলাম—এই মুগ্ধ খানি । কি তীব্র মদিরা স্তৃতি দিল যে ঢালিয়া, উন্মত্তের মত বেগে গেলাম ছুটিয়া । কুসুমের দলে দলে কত যে চুম্বন, কত ষে আদরে, সুখে, করিমু বর্ষণ । কত হাসিলাম সুখে, কাদিলাম দুখে, কতবার, শতবার, লইলাম বুকে । কত কালে সেই ফুল রাখিন্তু তুলিয়া, বাড়াইয়া প্রেমভরে চুম্বিয়া চুম্বিয়া । ক্রমে শুষ্ক বাসনার প্রবাহ ছুটিয়া, ক্ষুদ্র তৃণ মত বেগে গেলাম ভাসিয়া,— কোথায় ?” বসিল যুবা বামীর চরণে— জামুপাতি, শিলাসনে নীচের সোপানে