পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী । లిసెd সুধাংশু হইতে, শুধা অংশু যেন, পাপ পূর্ণ ধরা পবিত্র করি । নিত্রীস্তে দেখিস্থ কক্ষ অন্ধকার আলোকিছে মূৰ্ত্তি—মানবী নয় । ভরিল হৃদয় ; ভাসিল নয়নে আনন্দাশ্র ; চিত্ত চন্দ্রিকণময় । আলোকি বৈশাখী-জ্যোৎস্না-নিশি, আলোকে আলোক গেল কি মিশি ! নবজীবন । { অশোকাষ্টমী নিশি,--নদীতীর,—পিতৃমাতৃ- । শ্মশানস্থ শিবালয় সম্মুখে । )

জুড়াইল এত দিনে জুড়াইল হৃদয় আমার ! . যে দারুণ পিপাসায় অৰ্দ্ধেক জীবন হয়, দহিয়াছে অনিবার হৃদয় আমার ; * মধ্যম জীবনে প্রাণে, ‘; বিধুমিত সে শ্বশানে, আজি শাস্তিবারি আহা ! হইল সঞ্চার, জুড়াইল এত দিনে জীবন আমার । ।