বিষয়বস্তুতে চলুন

পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকাশরঞ্জিনী l 8姆 Ψ) ο কেমনে না জানি হয় । বিধির বিধান, কোথা হতে আচম্বিতে পান্থ এক জন, বলিল মধুর স্বরে, মোহিয়া শ্রবণ— “সুন্দরি । তৃষিত পাস্থে কর জলদান” । চমকি, চমকে যথা সুপ্ত কুরঙ্গিণী শুনিয়া, শিয়রে ব্যাধবংশীর সঙ্গীত, চাহিমু কুক্ষণে হয় । আমি অভাগিনী, পথিক নয়নপথে, ইইল পতিত। \లి কে সে পান্থ, প্রাণনাথ ! পড়ে কি হে মনে ? "পড়ে কি হে মনে সেই নবীন রমণী ? দ্বাদশ বৎসর গত, তবু অভাগিনী তুলিতে চিত্রিতে পারে ; নিরখে নয়নে সেই চিত্র ; পারে নাথ ! বলিতে এখন করে গণে কত দিন হইয়াছে গত । সেই দিন প্রবেশিলে জীবনের ধন, অবলার স্বদয়েতে ভুজঙ্গের মত। ৩২ আর এক দিন নাথ !—সেই দিন হায় ! পড়ে যবে মনে, এই বিষম অন্তর হাসে যথা হাসে শান্ত সুনীল সাগর, ভাসে যবে পূর্ণশশী শারদ নিশায়,— "অঙ্গরীপৰ্ব্বত” শিরে শিলার উপরে, চক্রকারে বেষ্টি ষারে ঝাউ ৰীত রত, দাড়াইয়া এই চিত্ত মোহিনী শিখরে, দূর হতে শোভা পায় কিরীটের মত,