পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দাড়াইত স্থিরভাবে, চলিত না হয় r মন্ত্রবলে তুমি চক্র না ঘুরাতে যদি ! ভবিষ্যৎ-অন্ধ মূঢ় মানব সকল ঘুরিতেছে কৰ্ম্মক্ষেত্ৰে বৰ্ত্তল আকার, তব ইন্দ্রজালে মুগ্ধ ; পেয়ে তব বল যুঝিছে জীবন-যুদ্ধ হয় । অনিবার । নাচায় পুতুল যথা দক্ষ বাজিকরে, নাচাও তেমতি তুমি অৰ্ব্বাচীন নরে । { ওই যে কাঙ্গল বসি রাজপথ ধারে,—, দীনতার প্রতিমূৰ্ত্তি —কঙ্কাল-শরীর ; জীর্ণ পরিধেয় বস্ত্র, দুৰ্গন্ধ আধার ; ছনয়নে অভাগার বহিতেছে নীর। ভিক্ষণ করি দ্বারে স্বারে এ তিন প্রহর । পাইয়াছে যাহা, তাহে জঠর-অনল নাহি হবে নিৰ্ব্বাপিত ; রুগ্ন কলেবর ৪ চলে না চরণ, চক্ষে ঘোরে ধরাতল। কি মন্ত্ৰ কহিলে তুমি অভাগার কাণে, চলিল অভাগা পুনঃ ভিক্ষার সন্ধানে ।

  • 9 ধৰ্ম্মাধিকরণে বসি নিম্ন কৰ্ম্মচারী, উদরে জঠর-জাল, গুরু কাৰ্য্যভারে অবনত মুখ,—ওই হংসপুচ্ছধারী বীরবর,—যুঝিতেছে অনন্ত প্রহারে মসীপাত্র সহ, প্রভূ-পদাঘাত-ভয়ে । । যথা শালবৃক্ষ করে, গিরি-শিরোপরে