পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৬৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের এস্থাবলী । “হর, হর, বম বম” ; বিরাম সময় -তরল সলিল, বন বিহঙ্গ সঙ্গীত ; কদাচিত নিরমল মলের ঝঙ্কার, ততোধিক নিরমল কোমল চরণে ; আভরণ রণ রণ ; দেখিতে দেখিতে শুiমল পৰ্ব্বত অঙ্গে রবি করেজ্জিল স্ফটিক সলিল ধারা,—শ্বেত পুষ্পমালা মাধব উরসে ষেন ; পৰ্ব্বত-গহবরে উলঙ্গ প্রকৃতি-শোভা ; দেখিতে দেখিতে সপ্তম্যতা, মুক্ত{লকা, সিক্তলগ্নবাস্থা, রমণী রূপের শোভা—মাধুৰ্য্য লহরীহইলাম দে গুমনী । হায় রে তখন কি করিমু, কোথা গেম্বু, নাহিক স্মরণ, , ডুবিল মানস আত্ম-বিস্মৃতি-সাগরে । অশ্রুত সঙ্গীতধ্বনি ধ্বনিল শ্রবণে, অনাঘ্ৰাত পরিমল ভাসিল চৌদিকে আকুলিয়া প্রাণ ; নহে স্নিগ্ধ, নহে উষ্ণ, নহে বা মলয়, হেল সমীরণ- স্রোতে জুড়াইল কলেবর, অস্তর অস্তর । । দেখিকু সম্মুখে এক অপূৰ্ব্ব কানন, স্যামল ভূধর শৃঙ্গে, নীরব, নির্জন, , কৈলাসপ্রতিমারণ্য। বেষ্টিয়া স্তলকে চক্রাকার গিরিশুঙ্গ শোভিছে চৌদিকে নিবিড় চম্পক বন । ফুটেছে চম্পক, নানাজাতি পুষ্প সহ, পত্রের মাঝাৱে । সৌরভে মধুপ মত্ত, প্ৰমত্ত পধন । *