পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কেবল বায়সগণ উড়িয়া, বসিয়া, বর্ষিতেছে ক ক ধ্বনি, ঘোষিছে প্রভাত । "বিচিত্র মানব মন ।” উচ্চতম শৃঙ্গে বসিয়া বীরেন্দ্র, চাহি পুরব গগনে উষার স্থকর লেখা, বলিলা নিশ্বালি "বিচিত্র মানব মন ! হায়, কত দিন বসি এই গিরিশৃঙ্গে শৈশবে, কৈশোরে, লভিয়াছি কত সুখ নিদীঘ প্রভাতে । শৈশবে কাকলী সহ কণ্ঠ মিলাইয়া, কত ষে গাইত শূন্ত-হৃদয়া জালিকা, । শূন্তমনা শিশু আমি গাইতাম কত । গাইতাম, হাসিতাম ;-কি গীত ! কি হাসি ! কি অর্থ তাহার ! শুনি সরল সঙ্গীত, . ঝলকে ঝলকে হাসি হাসিত গগনে উষা, প্রতিবিম্ব লয়ে ঝলকে ঝলকে হাসিত তরল কাঞ্চী গিরি-পদ-তলে । বারেক কোকিল যদি কুহরিত ডালে ; প্রতিধ্বনিময় করি কানন, গহ্বর, কত কুহরিত সেই বালিকা কোকিলা ! অমুকারি সুপঞ্চমে বউ-কথা-কহু,” কত যে ডাকিত, কত হাসিত, কহিত ব্যঙ্গ করি পার্থীবরে । দূর বীণা মত । এখনো বাজিছে, হয়, শ্রবণে আমার; " সেই সবুল সঙ্গীত ৷ আশৈশব তার বড়ই কুসুমে সাধ,— নিৰ্ম্মিত কুমুমে কুম্বমিকা। বন ফুল তুলিয়া হুজনে , &