পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৭৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঙ্গমতী । : 3 নক্ষত্রের মত ভ্রমে রণস্থলে, ঘুরায়ে, ফিরাষ্ট্রে, তুরঙ্গগণ । woo “বৃদ্ধ আমি, কিন্তু যুদ্ধ-ব্যবসায় "ছিলাম যৌবনে ; এ শ্লথ কর ছিল এক দিন সজ্জিত কৃপাণে, ছিল এক দিন শকতি-ধর । এ বৃদ্ধ বয়সে দেখি বীরপণ, রণেশ্লাসে, দেবি, মাতিল মন ; ভূজ আস্ফালিয়া কহিনু ডাকিয়— ‘জয় মা ভবানী ! বীর রতন ।" 3

  • ছল-পলায়ন ছাড়ি বঙ্গ সেন . দ্বিগুণ বিক্রমে ফিরিল পুন: ; প্রচণ্ড প্রতাপে জলে স্থলে, দেবি, জ্বলিয়া উঠিল সমরণগুন । পদ্মার প্রবাহে, দুই স্রোত মাঝে, ভগ্নশীল উপদ্বীপের মত, তই সেনা মাঝে পর্তুগীস চমু হ’ল ছায়াপ্রায় হইয়া হত ।

శ్రీ: ”রণে ভঙ্গ দিয়া, সেই সৈন্ত্র-ছায়া ছুটিল সমর তরণী মুখে ; ছাড়ি সিংহনাদ, বিজয়ী মোগল ছুটিল পশ্চাতে ফেনীর বুকে ।