পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

հ, 8 Հ নবীনচন্দ্রের গ্রন্থাবলী ।

  • বৃথা নিন্দ দেবে, বংস ; দেবের কি দোষ ?

আপনার কৰ্ম্ম-হ্রদে আপনি মানব ডুবে, ভাসে, এ সংসারে,—দেবের কি দোষ ? শুনিয়াছ রামায়ণ, শুনেছ ভারত ; যেই মহাশত্তীশ্বরী পূজিলা লঙ্কেশ, t পূজি সেই মহামায়া নেত্র-নীলোৎপূলে, বিনাশিলা লঙ্কানাথে রাঘবেন্দ্র বলী ! পুরুরাজ মহাবংশ করিলা স্থাপন পূজি যেই দেবে, বৎস! সেই দেবতায় পূজিতা একই ভাবে কৌরব, পাগুখ ; সে দেব কি কুরুকুল করিলা বিন!শ ? সে দেব কি পুরুবংশ ফেলিলা মুছিয়। ভারতের বক্ষ হতে, জলরেখা মত ? 象 ভারত-পশ্চিমূ-প্রাস্তে স্থাপিলা যে দেব যাদবের সিংহাসন, সে দেব কি, বল, “ ঘটাইলা হত্যাকাণ্ড প্রভাসের তীরে, সিন্ধুগর্ভে দ্বারবর্তী দিলা বিসর্জন ? না, না বৎস, বৃথা তুমি নিদিলে দেবীরে । মানবের কৰ্ম্মক্ষেত্র মহাপারাবার । জাতীয়-তরুণী-বুহি তাহে নিরস্তর ভাসিতেছে যথা ইচ্ছা । পথপ্রদর্শক । সৰ্ব্বত্র সমান আছে অদৃস্তে বিবেক— দেলতার প্রতিবিম্ব, মানব হৃদয়ে । হেলিয়া সগৰ্ব্বে, বৎস, সেই প্রদর্শন চলিবে ষে তরী, মন্থন জানিবে নিশ্চয়, তুমুল ঝটিকাগ্রস্ত হইবে অদূরে,