পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৮৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鬱 3' রৈবতক কাব্য । في بي سي বলিলা—“বাসুকি ! তুমি করেছ পালন প্রতিজ্ঞ তোমার । দেখ তপস্তায় যার মূৰ্ত্তিমান এই কক্ষে দেব বৈশ্বানর, কর প্রবঞ্চন যদি, বল মিথ্যা কথা, তার কাছে, নাগপতি, জানিও নিশ্চয় এক লম্ফে অগ্নিশিখা পশিয়া হৃদয়ে পোড়াবে হৃদয় তব-পোড়াওঁ যেমতি মৃগমাংস মৃগয়ায় অনার্য্য তোমরা, হোমামলে যজ্ঞশেষে পোড়াই আমরা । কি ছিন্ন প্রতিজ্ঞ সব আছে তব মনে— এসেছ একক তুমি ?” বামুকি । ❖ቐቐ ! দুৰ্ব্বাস । নিরস্ত্র ? বাস্থকি ” নিরস্ত্র । • * দুৰ্ব্বাস আসিতে পথে দেখেছ কি কিছু ? বাসুকি ! দেখেছি । গুনেছি যাহা, দেখেছি সকল । নিজে বনচর আমি, নির্ভয়হৃদয়ে ভ্ৰমি যথা তথা বনে দিবসে নিশীথে, কিন্তু হেন ভয়ানক প্রেতপুরী আর দেখি নুই কাচিৎ, শুনি নাই কছু । যেই এই বন প্রাস্তে করিমু প্রবেশ, কি যেন দারুণ শীত হইল সঞ্চার সৰ্ব্বঙ্গে, পড়িল বুকে বৃহৎ পাষাণ। ফেলি এক পদ, শুনি পদশস্ব দুই, আসিতেছে সঙ্গে সঙ্গে কি যেন পশ্চাতে । কহিতেছে কাণে কাণে কি যেন সতত ।