পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । که به سرا ভাসাইয়া এক છો, এক ভেল। বক্ষে ধরি, কি সুখ হইলে বল তার ? যেই মহা জলপূর, এই বিশ্ব চরাচর ভাসাইতে পারে বরিষণে, একটি চাতক প্রাণে, ক্ষুদ্র বারিবিন্দু দানে তার তৃপ্তি হইবে কেমনে ? সখী । একি কথা ! সতী নারী জুড়াবে কেমন করি একাধিক চাতকের প্রণ ! জর । ক্ষুদ্র মুখ ক্ষুদ্র ভাষা, ক্ষুদ্র প্রাণ ক্ষুদ্র আশা, • ক্ষুদ্র তুষ্ট, নাহি তোর জ্ঞান, যে প্ৰেম ঈদয়ে মম, পরে পারাবার সম, প্লাৰিবারে বিশ্ব চরাচর ; ধে পিপাসা গ্রাণে বুহি, বিশ্ব চরাচর দহি, পোড়াইতে পারি বৈশ্বনির ! অনন্ত সিন্ধর জল, একটি গোস্পদ, বল, , ধরিবে, বহিবে সহচরি ? পিপাসার দাবানল একটি গোম্পদ জল নিৰাইবে, জুড়াইবে, মরি ? ক্ষুদ্র স্রোত এক মুখে পড়ে ক্ষুদ্র নদীবুকে, ক্ষুদ্রত্বেব ক্ষুদ্র সন্মিলন ! গঙ্গা পড়ে পরিবারে শত মুখে শত ধারে, সখি ! সেই মিলন কেমন ! সখী। তুমিও জাহ্নবী মত, ত্যজিয়া কৌমাৰ্য্যব্রত, নাহি কেন বর পরিাবার ? জয় । সখি, হেন জলনিধি কোথা মিলাইৰে বিধি, জুড়াইবে পিপাসা আমার