পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/৯৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রৈবতক কাব্য । 油》* খুলিয়া স্থভদ্রা কণ্ঠের হার, অপিয়া শৈলের গলায় কহিলা“লও দুই কর ভগ্নীর আর।” “লইলাম”,~~বাষ্প-রুদ্ধ কণ্ঠে শৈল কহিল—“ভগিনি । প্রতিজ্ঞ,মম,— যেই এক হার তপস্তা আমার, নাহি দিল যদি পাষাণ-মন, নিদারুণ বিধি, অন্য হার, দিদি, পরিব না কভু গলায় আর, বিনা তার স্থf ! লও উপহার, দিলাম তোমারে তোমারি হার, মম পূর্ণ প্রতি মাখিয় তাহাতে ; আমি বনবাসী কি দিব আর ?” স্বভদ্রার হার পরাইয় গলে চুম্বুিল বালক ভদ্রার কবু । দেখিলা স্বভদ্র,—অমূল্য রতন করে দুই বিন্দু উজ্জ্বলতর । - > R ঘোর সিংহনাদ উঠিল হঠাৎ ছাড়িল চীৎকার স্বভদ্র ত্রাসে,— শরাসন-ভ্রষ্ট দাড়ায়ে অর্জুন, দস্থ্য-সেনাপতি ছুটয় আসৈ, উখিত্ত কৃপাণ । বিদ্যুৎগতিতে মুষ্টিতে তাহার লাগিল শর। খসিল কৃপাণ ; সম্বরি ফাঙ্কনী লইল তুলিয়া ধন্থকবর ।