পাতা:নব্য সভ্য বিধায়ক.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* অামি স্বচক্ষে প্রত্যক্ষ ইহা দেখিয়া এবং আপনি স্বয়ং পরিক্ষা লইয়া তোমার দিগকে কহিতেছি,সেমত এতদে শীয় অনেক ভদ্র লোক শরীর নকল রাখিবাব নিমিত্ত নিত্য অতন্ণ ক্ষণ ভন অর্থাৎ ব্যায়াম অভ্যাম ফরিয়াথাকেন, নেই মত তোমবা যদি দিবা রাত্রি মধ্যে এক দ প্ত কাল এই ফৰ্ম্মে নিয়ম কর তবে ভাল হয় । দ্বিতীয় । যে রূপ বল্ উপার্জন করিতে নিয়ম ক রিবে সেই রূপ বুদ্ধি বল যাদ্ধাতে হয় এমত উপায় ক রিবে, অর্থাৎ ইংরাজী কিম্বা বাঙ্গালা অথবা পাৱনিইহ্যাদি যাহাতে যাহার অভিরুচি হইবে । পুস্তকও কে তাৰ ইত্যাদি যে সকল বিজ্ঞ মহাশয়েরা অামাব দিণ্যে শাস্ত্রের বৃত্তান্ত জ্ঞাত কবিবার জন্য সাধু ভাষায় বচনা করিয়াছেন, তাহা পাঠের দ্বারা সংসারের মধ্যে কো থায় কি হইতেছে ও হইয়াছে,ভাত হইবে এবং যাহা জ্ঞাত হইবে তাহা স্মরণ ধাখিবে; তাব বাঙ্গালাব চান ক্য শ্লোক এবং ইংরাজীর প্রোবন্ধ কন্ঠস্থ করিয়াতাহাৰ। নিগুঢ় অর্থ জানিতে যত্ন করিবে, এই রূপ কিছুদি