মিঃ ডড়লে মিস্, এরসকাইনকে লইয়া লামু দ্বীপে উপস্থিত কইবার একপক্ষ পরে জাঞ্জিবারের ভজনালয়ে মহাসমারোহে তাঁহাদের পরিণয়োস। সুসম্পন্ন হইল। এডমিরাল রেড ফর্ণ কন্যাকর্তা হইয়া মিস, এরসকাইনকে ডড্লের হস্তে সম্প্রদান করিলেন। ব্রাডফোর্ড বরকর্ত্তার কার্য্য করিলেন। বিবাহের পর ডড্লে চাকরী ছাড়িয়া সস্ত্রীক স্বদেশে প্রত্যাগমন করিলেন। তাঁহার পৈত্রিক সম্পত্তি নিতান্ত অল্প ছিল না, তাহার উপর তাহার স্ত্রীর বিপুল পৈত্রিক সম্পত্তি তাঁহার হস্তগত হওয়ায়, তাহার আর চাকরী করিবার আবশ্যকতা ছিল না। ডড্লে কিছু দিনের মধ্যেই লণ্ডনস্থ সম্ভ্রান্ত-সমাজে বিলক্ষণ প্রতিষ্ঠাপন্ন হইয়া উঠিলেন, কিন্তু তিনি তাহার বিশ্বস্ত পরিচারক ও বিপদের বন্ধু ব্লেককে ভুলিলেন না, কিছু টাকা দিয়া তাহাকে একখানি হোটেল খুলিয়া দিলেন। সেই ব্যবসায়ে সে যথেষ্ট লাভ করিতে লাগিল। ডড্লের গুণবতী পত্নী মেরী অবসর কালে তাহার বন্ধুগণকে তাঁহার লোমহর্ষণ বিপদের কাহিনী শুনাইয়া স্তম্ভিত করিতেন। তিনি সেই ভীষণ বিপদ ও অদ্ভুত উপায়ে তাহা হইতে মুক্তিলাভের কাহিনী স্মরণীয় করিয়া রাখিবার জন্য সকলেরই নিকট আপনাকে নাবিক-বধূ বলিয়া পরিচিত করিতে অত্যন্ত আনন্দ ও গর্ব অনুভব করিতেন।