পাতা:নাবিক-বধূ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
নাবিক-বধু

হইয়া উঠিল, ডড্‌লে বুঝিলেন, সে আমেদ বেন্‌কে কেবল চেনে না, তাকে হাতে পাইলে কাটিয়া টুকরা-টুকরা করে।

 মিঃ স্পরফিল্ড বলিলেন, “সামওয়েলি, আমি সংবাদ পাইয়াছি, আমেদ বেন্ হাসেন কতকগুলি অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ লুকাইয়া হ্রদ-সন্নিহিত প্রদেশে লইয়া যাইবার চেষ্টা করিতেছে। আমি তাহার এই চেষ্টা বিফল করিতে চাই,বুঝিয়াছ?”

 সামওয়েলি অত্যন্ত খুসী হইয়া দাঁত বাহির করিয়া হাসিল, যেন কথাটা তাহার মনের মত হইয়াছে।

 মিঃ স্পরফিল্ড বলিলেন,“আমেদ বেন্ একখানি বোট লইয়া কমোরো দ্বীপের সন্নিকটে একখানি জাহাজের নিকট যাইবে স্থির করিয়াছে। সে সেই জাহাজ হইতে কতকগুলি অস্ত্রশস্ত্র ও গোলা-বারুদ তাহার নৌকায় তুলিয়া লইবে, তাহার পর নদীপথে তাহার আড্ডার দিকে অগ্রসর হইবে, কিন্তু তাহাকে ইহা করিতে দেওয়া হইবে না। যদি তাহাকে গ্রেপ্তার করিয়া তাহার অশস্ত্রগুলি কাড়িয়া লইতে পার—তাহা হইলে তুমি আশাতীত পুরস্কার পাইবে।—তাহার সেই বোটখানি এখন কোথায় এ সন্ধান জান কি?

 সামওয়েলি বলিল, “না, তাহা জানি না হুজুর, কিন্তু এ বিষয়ের সন্ধান লওয়া তেমন কঠিন নহে।

 মিঃ স্পরফিল্ড বলিলেন, “তবে যাও, অবিলম্বে এই সন্ধান লইয়া আমার সহিত দেখা করিবে।—কেবল তাহাই নহে, আমেদ বেনের কে কে সঙ্গী আছে, কোন্ সময়ে তাহারা জাহাজের কাছে যাইবে, তাহাও জানা চাই। আমার এই বন্ধুটি আমার স্বজাতি, ইনিও আমাদের দেশের রাণীর চাকরী করেন, ইনি আমেদ বেনের নৌকায় যাইবেন। তুমি অমেদ বেন্‌কে গ্রেপ্তার করিয়া তাহার নৌকা লইয়া জাঞ্জিবারে যাইবে। কিন্তু যদি আমেদ বেন্ কোন ক্রমে এই সকল ব্যাপারের সন্ধান পায়, তাহা হইলে সে নিশ্চয়ই তোমাদিগকে হত্যা করিবে। তুমি এ সকল সংবাদ অতি গোপনে আমার নিকট লইয়া আসিবে। কার্য্যোদ্ধার করিতে পারিলে আমি তোমার পুরস্কার সম্বন্ধে বিশেষষ বিবেচনা করিব।—এখন যাও।”