পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెts নিৰ্ব্বাসিন্তের বিপাপ । অঞ্চলে মুছায়ে মুখ করিয়া চুম্বন, বলিতে লাগিল যুবা মধুর বচনঃআর কেন সোহগিনি । কঁাদ এ সময়, হেন কালে অশ্রুপাত উচিত না হয় । পামরের পাপ কথা হও বিস্মরণ, ভোল প্রিয়ে ! শোক তাপ ; দেখ প্রাণধন ! তরিয়া অপার সিন্ধু দেখিতে তোমায়, আবার শশাঙ্কমুখি ! এলেম হেথায় । কাদিয়া গিয়াছে দিন বিরসে বিজনে ; এস প্রিয়ে ! বসে বসে। হৃদি সিংহাসনে, অাবার রাজত্ব কর রাজ-রাজেশ্বরি । আমি যে তোমার তাকি জানন সুন্দরি! অবশেষে ফিরে চাহি আশার বদনে, বলে—‘বলো কৃপাশীলে ! ত্যানিলে কেমনে এদিগে, এপথে, তুমি ? কোথ। সে সাগর ? মৃদুগতি স্রোতস্বতী দেখি মনোহর । এই কি আমার দেশ ? চিনা নাহি যায় ; বলো বলে দয়াময়ি ! আনিলে কোথায় ?” অাশা বলে—‘চিন্তা নামে এই স্রোতস্বিনী মানস সরস হতে উঠি কল্লোলিনী, কিছু পথে মিলিয়াছে বাসনার সনে, উভে মিলে পড়িয়াছে জলধি-জীবনে । শুনিয়া নূতন নাম হলে চমৎকার আরো শুন, ইংরাজের নাহি অধিকার