পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিত্তের বিলাপ । সৰ্ব্বাগ্রেতে আসে রথ অতি সুসজ্জিত, সুবৰ্ণ পতরে অর্ণট মুকুতা-খচিত । তার পরে করিবর প্রকাণ্ড শরীর, দোলায়ে বিশাল শুণ্ড আসে মহাবীর । সুবর্ণে জড়িত দন্ত ; শ্বেত কলেবর ; মহামূল্য আস্তরণে মুকুতা ঝালর । গম্ভীর ভাবেতে তারা আসিতে লাগিল ; ক্রমে ক্রমে পরস্পর আসিয়া মিলিল । আসি তারা মুমুখীর শ্ৰীচরণ তলে, জানুপাতি ভক্তিভাবে নমিল সকলে । সহচরী-মাঝে এবে ভুবন-মোহিনী দাড়াইলা স্থিরভাবে ; মুরূপা সঙ্গিনী দোলাইয়া বাহুলতা পরম সুন্দর, দুই পাশে অবিরত ঢুলীয় চামর ; অবশিষ্ট যত সখী হয়ে একতান, করষোড়ে দাড়াইয়া আরম্ভিল গান । এদিকে অপুৰ্ব্ব শোভা পশ্চিম গগণে, প্রাচীন তপন যেন, চিন্তাকুল মনে, মৃদু-পদে যেতে যেতে অস্ত গিরিবরে, একেবারে পড়ে গেল পশ্চিম সাগরে । শুক্র দেবে কোলে করি আইল গোধূলি । পাপীর অভাগ৷ শিশু বাড়ায়ে অঙ্গুলি, পুৰ্ব্ব দিকে পূর্ণ শশী দেখাইয়া দিল ; হাসিয়া অভাগা তার বদন চুম্বিল ।