পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্ব্বাসিতের বিলাপ। কোন গৃহে গিয়া দেখে, এক বিদ্যাধরী হীরক মুকুট শত লইয়া সুন্দরী, সুস্বরে ডাকিয়া বলে ;–“ কবি যত জন তাছ, সবে এই দিকে কর আগমন । ’ মিত্রামিত্র কবি কত গণা নাহি যায় ! সকলেই সেই দিকে মস্তক বাড়ায় । কেহবা পুস্তক খুলি পড়ে উৰ্দ্ধ-স্বরে ; আপন ক্ষমতা যুঝে আপন অন্তরে । , নিজ মনে বিনোদিনী মুকুট লইয়া, একে একে সবাকারে দেয় পরাইয়া । কিন্তুসে অদ্ভূত তথা দেখে চমৎকার ; সুপ্রসিদ্ধ কবি যত কোনো জন তার, যায় নাই সেই গৃহে ; দেখিল কেবল, বর্ণ-পটু কবি যত করে কোলাহল ! প্রবেশি দেখিল পরে অপর ভবনে ; খেলিতেছে শিশু এক প্রফুল্ল বদনে ; জনক জননী তার কভুবা তাহারে, কোলে করি লইতেছে রতন আগারে ; কৰ্ভু রত্ন-আভরণে করিয়া সজ্জিত ভাবিতেছে রাজ-পুত্র ; হয়ে হরষিত কতু তারে বসাইছে বিচার আসনে ; তাহাদিগে দেখে যুবা হাসে মনে মনে । বঙ্গ দেশে ছিল তারা অতি দীন হীন ; অন্নের চিন্তায় ব্যস্ত ছিল নিশি দিন ।