পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ক ও । २¢ ঘরে এলি! আয় বাপ অমূল্য রতন ! আয় বাপ কোলে আয় জুড়াই জীবন ! কোথায় ছিলিরে বাপ কত কষ্ট সয়ে আহা মরি! এসেছিস আধখানি হয়ে ; তোমাকে না দেখে যাদু যে দশ। অামার, কি বলিব এক মুখে ; দেখ সাক্ষী তার, কেঁদে কেঁদে দুটি চোক গিয়াছে আমার ; ভেবে ভেবে হয়ে গিছি অস্থি মাত্র সার ; পোড়া-কপালীর বাপ বড় পুণ্য ছিল, অন্তকালে বিধি তোরে মিলাইয়া দিল ; যা হোক এসেছ বাবা কররে সংসার, এখন হইলে হয় মরণ আমার” । দেখে যেন—বিনোদিনী গল-লগ্ন হয়ে, রাখিয়ে শশাঙ্ক-মুখ পতির হৃদয়ে, ধীরে ধীরে পতিব্ৰতা করে সন্তাষণ :– * বল বল প্রাণনাথ ! ছিলেহে কেমন ? আজি সুপ্রসন্ন বিধি অভাগী-উপরে, সত্য সত্য প্রিয়তম ! এসেছ কি ঘরে ? কিম্বা দেখিতেছি আমি জাগিয়া স্বপন ? তোমার ফিরিয়া আসা নাহি লয় মন । অভাগীরে কৃপা-নেত্ৰে আজি কে দেখিল, হারা-ধন কোন জন কুড়াইয়া দিল । বল বল প্ৰাণেশ্বর সামাকে ছাড়িয়া, বিদেশে থাকিতে তুমি কেমন করিয়া ? \う