পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ջե, নিৰ্ব্বাসিতের বিলাপ । এই জনশূন্য তীরে, নাহিক কিঙ্কর ; আপনি অভাগ৷ তুমি আপনার চর । হলে কি পাগল ছি ছি! বলরে অজ্ঞান ! কারে তুমি করিতেছ আলিঙ্গন দান ? কোথা তব প্রণয়িনী ? রয়েছে হৃদয়ে গলিত মলিন বাস । কারে কোলে লয়ে করিতেছ বার বার বদন চুম্বন ? এ হেন মতির ভ্রম বল কি কারণ ?” সহসা শুনিল যেন এ হেন বচন, চমকি উঠিল মুবা ; বলে—“পোড়া মন । একি বিড়ম্বনা তোর ? বলরে আমারে, কেন গিয়াছিলি বল সাগরের পারে ? এই যে প্রবল সিন্ধু, অসীম অপার, হৃদয় কঁাপিয়া উঠে, মনে হলে যার ভীষণ গভীর তাব ; নিমিষে কেমনে, হলি পার এ অম্বুধি? যদি বা ভবনে গিয়াছিলি পোড়া মন ! তবে কি কারণ ফিরে এলি পুনরায় হতে জ্বালাতন ? তোরত দুরাশা বড় হতভাগা মন । পিঞ্জরের পাখি তুই ; কেন আকিঞ্চন সুস্বাদু বনের ফল করিতে আহার ? ছিছি মন । জ্ঞান-শূন্ত কেন এপ্রকার ? এই যে কুটীর দেখ, জেনরে নিশ্চয়, পামরের পাপ দেহ পাইবেক লয়