পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निर्दिीनिtङब्र विलां* । এহেন সময়ে হায় ! তব শোকানলে শাস্তিজল দিতে, আমি একাকী বিরলে, এসেছি এহেন স্থানে নিজ পুরী হতে । তোমারি হৃদয় হতে, যদি কোন মতে, তুলিতে শোকের শেল পারি গুণময় ! এরূপ ইচ্ছাতে হয়ে ব্যাকুল হৃদয়, এসেছি দেখনা এই ঘোর পারাবারে । অথবা এসব রথা কি বলি তোমারে । না হবে প্রত্যয় কিছু বচনে আমার । এক বার বলিয়াছি বলি আর বারঃ– ভুধর যদ্যপি ঘুরে দাড়ায় শেখরে, তটিনী যদিবা ফেরে ছাড়িয়৷ সাগরে, যদিবা সিন্ধুর জল নিমেষে শুকায়, দিবসের মাঝে যদি নিশা হয়ে যায়, সলিলে যদিবা করে শরীর দাহন, • শরীর ধারণ যদি করে বা পবন ; তথাপি আমার কথা থাকিবে সমান, থাকিবে আমার কথা থাকিবে সমান । গ্রহ, তারা, রবি, শশী, জঙ্গম, স্থাবর, তরু, লতা, নদ, নদী, ভূধর, সাগর যেব যেথা আছে, সাক্ষী থাকুক সকলে । কি আছে এমন সুখ এই ধরাতলে ; কি আছে এমন পদ, সম্পদ এমন পারিনা যা দিতে আমি করিলে যতন ।