পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्ऊिँौग्न क७ ।। &S বহুক্ষণ পরে তবে নিশ্বাস ছাড়িল ; দুনয়নে দুট বিন্দু নাচিতে লাগিল । মুছিয়া নয়ন জল, চাহি এক বার উপরে গগণ দিকে, বিনয়ে বামার মুখ দিকে আরবার করি বিলোকন, বলিতে লাগিল তবে বিনীত-বচন ৪— ‘তবে চল গুণবতি ! চল কৃপাশীলে । চল যাই বৃথা আর কিহবে ভাবিলে। ’ এত বলি ক্রমে মন করিয়া সুস্থির যুবতীর সনে যুব হইল বাহির । কল্পনে ! চিনেছ কিরে কুরঙ্গ-নয়না, একে বামা বিনোদিনী সুধাংশু-বদন ? ইনি সেই মায়াবিনী, আমার নয়নে বহিলে সলিল-ধারা, মিঃ আলাপনে বুঝাইয়া যিনি মোরে করেন সাম্ভুনা, র্যারে দেখে ভুলে নর অৰ্দ্ধেক যাতনা ! চিনেছি তোমারে মোরা চিনেছি কামিনি ! ভুবনমোহিনী, তুমি আশা মায়াবিনী । ধন্য শক্তি ! ধন্য মায়া ! ধন্যলো তোমার আধ-হাসি-হাসি মুখ ! আজি অভাগার তাপিত হৃদয় ভাল নিলে ভুলাইয়া ; মায়াবিনি ! চমৎকার এসেছ সাজিয়া ! আশচর্য্য তোমার মায় ! তোমারি কারণে রণে বনে থাকে নর হরষিত মনে ;