পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निर्विनिtéब्र ३िणां* । থাক তুমি এই খানে ; দাওরে বিদায় পোহায়ে দুখের নিশি হতভাগ্য যায় । এত কাল ছিনু আমি তোমার আশ্রয়ে, কেঁদেছি তোমার কাছে কাতর হৃদয়ে ; বলেছি মনের কথা ; ভেসেছে বদন কত যে নয়ন জলে ; কাতর চরণ শক্তিহীন হয়ে আসি পড়িত যখন, তখন তোমাকে আমি ডাকি বার বার বলিতাম—রে কুটার! এই অভাগার কবে হবে সেই দিন ; যবে মিলাইয়। যাব তোর এই গর্ভে ; পশ্চাতে রাখিয়। এ ভব যন্ত্রণা ঘোর ! তুমিও তখন পড়িয়া, এ পাপ অস্থি করেীরে গোপন । কি জানি কালের বশে কোন সাধু নর দেখে আসি এই অস্থি, পাপের আকর ! তুমিও ধরার সনে যেও মিলাইয়। সাবধান কোন চিহ্র যেওনা রাখিয়া । সে দুখের দিন আজি নাহিরে অামার, তোমার হৃদয়ে পড়ে কঁাদিব না অার ; অন্ত গেলে দিনমণি, শ্রমেতে কাতর হয়ে আর আসিবে না এখানে পামর ; পামরের এই হস্ত করিয়া যতন, ভাঙিয়া বনের কাঠ, জ্বলন কারণ করিবেন তব গর্ভে আনিয়া সঞ্চয়,