পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©o নিৰ্ব্বাসিতের ৰিলাপ । কোন শিশু বলে ‘বাবা কিনেছে অামার, কেমন সুন্দর যুতে । আহা অভাগার অভাগা সন্তান, হায়! বলে আধস্বরে : ‘কাল গো আমার বাবা আসিবেক ঘরে, কত কি আমার তরে আনিবে কিনিয়ে ।” বল শুনি ভ্রাতৃগণ সে কথা শুনিয়ে কাহার পাষাণ-মন গলিয়া না যায় ; না কাদে এরূপ নর কে আছে ধরায় !” হায় আমি গিয়া যদি করিরে শ্রবণ এসব বচন ; তবে, জানি না তখন, কি হবে অামাব মনে ; হরিষ-অস্তরে বলিব সে সবে ডাকি সম্বোধন করে, চেয়ে দেখ বন্ধু-গণ ! এই সে পামর, এই সে পামর দেখ তরিয়া সাগর উপস্থিত নিজধামে, নয়নের জল মুছ মুছ ভ্রাতৃগণ ! কর আলিঙ্গন সবে মিলে একেবারে জুড়াক জীবন ।

হয়ত দেখিব গিয়া শয়ন-মন্দিরে বসিয়া সুধাংশুমুখী ; বহে ধীরে ধীরে দুই নেত্ৰ দিয়া তার শোক অশ্রু জল ; নাসাঞ্জে ঝরিছে বিন্দু ভিজিছে কুন্তল । বাম করতলে রাখি বিষগ্ন বদন, চিন্তার সাগরে কাস্তা রহেছে মগন ।