পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্বাসিঙের বিলাপ । অগুরু-বাসিত-বারি করে বা সিঞ্চন ; বয়ষি অমৃত ধারা গায় কোন জন । এবে সেই কারাবাসী—যাহার চরণ কঠিন নিগড়-পাশ করিত বহন, দহিত যাহার হৃদি ভাবনা-অনলে, বহিত যামিনী যার নয়নের জলে, এবে সেই কারাবাসী, যেন নরবর অমূল্য আসনে বসি হরিষ-অন্তর, কহিছে অাশার সনে কথা নানা মত মন্তরে আনন্দ-সিন্ধু উথলে নিয়ত । কিন্তু দেখ, কাদম্বিনী, গভীর-বরণ, আচ্ছাদি দিগন্ত মুখ, ব্যাপিয়া গগণ, সমুদিল পূৰ্ব্বদিকে ; তরুণ তপন আহা মরি লুকাইল বুঝিবা লজ্জায় । সচকিত ধরাবাসী উৰ্দ্ধমুখে চায় । চপল বিজুলি ছুটে উজলি গগণ, থর থর কাপে ধরা শুনিয়া গর্জন । ছুটিল অশনি-বাণ গরজি গভীর, গগণ ফাটিয়া যেন হয় শত চির । ছুটিল অম্বর পথে করি হুহুঙ্কার, সামাল সামাল ধরা যায়রে সংসার । দাড়াইল সদাগতি ভয়ে স্তব্ধ হয়ে প্রকৃতি মলিন কান্তি ধরিল সভয়ে ;