পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ர লকবাসতের বিলাপ । হয়ত শ্বাপদ কোন ভগ্ন-দ্বার দিয়া প্রবেশি, মনের সাধে করিয়া শয়ন, নিদাঘের খর দিন করিছে যাপন । আজি যদি কোন জন পায় দেখিবারে সেই ভগ্ন রাজবাটী, ডাকিয় তোমারে. বলে—সিন্ধু! বুঝিয়াছি বুঝিয়াছি সার, এ হেন নিগ্রহ তুমি করেছ ইহার ! এরূপ বীরত্ব করি, আজি রত্নাকর ! কেন ভাই! তুচ্ছ কার্য্যে বাধ পরিকর ? এরূপ বলিছে যুবা ; নয়নের জল দুই গণ্ডে মুক্ত সম বহে অবিরল ; হেন কালে ঘোরবেগে মুষল ধারায় আরম্ভিল মহাবর্ষ ; পাইয়া সহায় প্রচণ্ড পবন আসি দরশন দিল । একেবারে চরাচর কঁাপিয়া উঠিল । কোথা যাবে ধরাবাসী দাড়াবে কোথায় দেখি দেখি কেবা রাখে এবারে তোমায় ; পালারে পালারে সবে রুষেছে পবন যায় হুষ্টি রসাতল ! ভূধর গহন নদ নদী চরাচর কে পাবে নিস্তার ? দেখিব দেখিব আরে । কিরূপে সংসার । থাকে আর হাসি মুখ ? দুৰ্জ্জয় পবন আজি বুঝি পদাঘাতে ভাঙে ত্রিভুবন ।