পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडौम काँ७ ।। し 3) পড়িল গৰ্ব্বিত তরু, এহেন সময়ে রুষিয়া দুজ্জয় সিন্ধু আসি ঘোর-রবে, ভাসাইয়া নিজ স্রোতে চলিল তাহারে ! হাবু ডুবু বনজন্তু মরে চারি ধারে । কোথাবা অদূরে কোন তটিনীর তীরে ছিল কোন ভিক্ষু-নারী পর্ণের কুটীরে, লয়ে নিজ পুত্ৰ কন্যা, ঝটিকার ভয়ে অভাগী রমণী ছিল চিন্তাকুলা হয়ে ; প্রথমে পবন তার গৃহের ছাদন হরিল নিদয় হয়ে ; কোথাব্য গমন করে আহ। অভাগিনী ! কোথা লয়ে যায় অঞ্চলের ধন গুলি ; দাড়ায় কোথায় ! অবিরল জল ধারা পড়ে শিরোপরে, গলিছে গৃহের ভিত্তি, পতি নাহি ঘরে ; না জানি ভিক্ষাতে গিয়া কিবা হলো তার, কি করিব, কোথা যাব না দেখি নিস্তার ! এরূপ কাতর হয়ে ভাবিছে অবলা ; নেত্রজলে ভাসে মুখ নিতান্ত উতলা, পুত্র গুলি চারি ধারে করিছে রোদন, কঁাপিতেছে ওষ্ঠাধর লাগিয়া পবন । এহেন সময়ে দেখ নির্দয় সাগর, রহ রহ বলে যেন কাপায়ে অন্তর, ফাটায়ে হৃদয় তার, তথা উতরিল, গেল রে গেল রে! ওই ডুবিয়া মরিল !