পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>● अक्षांद ब्लांटङाझ हेडिझांग । কঙ্গী গিলজী, এবং কাজলবাস এই চারি জাতির অধ্যক্ষের পরস্পর রাজ্যাভিলাষে যুদ্ধ করিতে লাগিল তদনন্তর পোলাক সাহেবের সাহায্যে কাজলবাসের। ফতেজঙ্গের পক্ষ হইয়া কাবলে প্রবল হয় ক্লিয়ৎকালানন্তরে দোন্ত মহাম্মদ ভারতবর্ষ হইতে স্বদেশ উপস্থিত হইয়া সিংহাসন পুনঃ প্রাপ্তে এপর্যন্ত রাজ্য করিতেছেন, বিশ্বাষ ঘাতক আখবর মহম্মদকে বৃটিস গবর্ণমেণ্ট বহু যত্নেও নষ্ট করিতে পারেন নাই কিন্তু অপ্রত্যাশিত ৰূপে ঐ দুরাত্মা ইং ১৮৪৭ সালের প্রথমে গিলজী জাতি প্রতিকারার্থ আগত হইয় গণ্ডমিক পৰ্ব্বতের নিকট আত্ম অনুচরের দ্বারা বিষপানে নিহত হয়। o কাবল রাজ্যের বার্ষিক রাজকর পঞ্চদশ লক্ষমুদ্রার অধিক নহে, এতদ্রাজ্যের লোক সঙ্খ্যার নিৰূপণ নাই পৰ্ব্বতীয় জাতির সহিত গণনা করিলে अनूमान আট নয় লক্ষ মনুষ্য হইতে পারে দেশের অধিকাংশ পৰ্ব্বতারণ্যময়, প্রজার অপতা, দেশস্থ গণ্ড গ্রাম বা নগর পরস্পর আক্রমণের ও দ্যুর আশঙ্কায় মৃত্তিকার প্রাচীরে পরিবেষ্টিত। এই রাজ্যের অন্তর্গত পরগনা জোহাক বামনের মধ্যস্থ পৰ্ব্বতের স্থানেই বহু সহস্ৰ গহ্বর বা গুপ্ত বাসস্থান দৃষ্ট হয় জনশ্রীতি অাছে তন্মধ্যে श्मूि তপস্বি লোকের পূৰ্ব্বকালে বাস করিভেন, ঐপৰ্ব্বতে তিনটা প্রস্তরের বৃহমূৰ্ত্তি আছে তন্মধ্যে পরুষাকার মূৰ্ত্তির পরিমাণ ষষ্টি হন্ত, ও যোষিদাকারের পঞ্চা