পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స8 পঞ্জাব রাজ্যের ইতিহাস । বৃত্তখণ্ড । -ાગ્રાફિllહા আদিবৃত্তান্ত । পঞ্জাবের শীক জাতিরা এতদ্রুপে আপনার দিগকে সূৰ্য্য বংশাবলিয়া পরীচয় দেয়, যে ভগবান রামচন্দ্র আপন গৰ্ভিনী ভাৰ্য্যা সীতা দেবীকে বিজনৰনে বিসর্জন দিবার কারণ আপন বৈমাত্ৰেয় লক্ষণের প্রতি আজ্ঞা দেন কিন্তু অকৃতাপরাধিনী ভ্রাতৃবধূকে বনে দেওয়া অকৰ্ত্তব্য বোধে বালুকি নামক তপশ্বির তপোবনে বিসর্জন দিয়া আইসেন ঐ স্থান অমৃতসর নগর হইতে তিন ক্রোশান্তরিত অধুনা রামতীর্থ নামে বিখ্যাত, ঐ স্থানে রামপত্নী সীতা লব ও কুশনামে প্রসিদ্ধ যুগ্ম পুত্র প্রসূত হন, কালক্রমে ङेन ভ্রাতা পরাক্রমী ও আঢ্য হইয়া তদেশাধিকার করিয়া ছিলেন, লবের দ্বারা লাবর নগর ও কুশের দ্বার কুশর নগর স্থাপিত হয় তাহা এক্ষণে লাহোর ও কশোর নামে খ্যাত হুইয়াছে। উক্ত উভয় নগরে লব কুশের সন্তানের বহুকাল রাজ্য করিয়াছিলেন কালক্রমে সেই বংশীয় মনুষ্যেরা পঞ্জাবের নানা স্থানে বাস করিয়া থাকেন। বহুকাল পরে তৃদ্বংশীয় কালুরায় নামক রাজা লাহোরাধিকারী ও র্তাহার ভ্রাতা কল্পত রায় কশোরের সিংহাসনাভিষিক্ত হন, কিয়ৎ দিবসানন্তর কল্পত রায় বলক্রমে লাহোরাধিকার করত কালুরায়কে দেশ হইতে